বঙ্গবন্ধুকে হত্যার পেছনে খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানের ইন্ধন ছিল: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

বঙ্গবন্ধুকে হত্যার পেছনে খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানের ইন্ধন ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকের মাসের প্রথম দিনে ভার্চুয়ালি কৃষকলীগের স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে জড়িত আরও অনেককে এখনও শনাক্ত করা যায়নি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা বিরোধীরাই ক্ষমতায় আসে। দেশের উন্নয়নকে নানাভাবে তারা বাধাগ্রস্ত করেছিল। তারা চায়নি বাঙালি মাথা উঁচু করে দাঁড়াক। দেশকে পিছিয়ে দিতেই তারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল।

প্রধানমন্ত্রী বলেন, খুনি ফারুক-রশিদ বিবিসির সাক্ষাৎকারে বলেছিল, জিয়াউর রহমানের সাথে তাদের যোগাযোগ ছিল। শুধু রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধুকে খুন করা হয়নি। একটি আদর্শকে মুছে ফেলা ও বিজয় নস্যাৎ করতেই এই হত্যাকাণ্ড। একটি জাতি যেন জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করাই ছিল ঘাতকদের প্রচেষ্টা।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply