নির্ধারিত সময়ের মধ্যে শস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের আশাবাদ খাদ্যমন্ত্রীর

|

নওগাঁয় খাদ্য গুদাম পরিদর্শন শেষে মত বিনিময় সভায় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি।

নির্ধারিত সময়ের মধ্যেই ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি।

আজ রোববার (২ জুলাই) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা খাদ্যগুদাম পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে দেশে খাদ্য শস্য সংগ্রহ ও মজুদ পরিস্থিতি ভাল। পাশাপাশি সর্বোচ্চ মূল্যে সরকারি গুদামে ধান বিক্রি করে লাভবান হয়েছেন কৃষকরা।

বিদেশ থেকে ৯ লাখ মেট্রিকটন চাল ও গম আমদানী করা হয়েছে। আরও ৫ লাখ টন আমদানির অপেক্ষায় আছে। সে হিসেবে আগষ্ট মাস শেষে সরকারি গুদামে মোট মজুদের পরিমাণ দাঁড়াবে ২৩ দশমিক ৬৯ মেট্রিকটন।

গুদাম পরিদর্শনের সময় খাদ্য বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী করোনা পরিস্থিতি ও ভ্যাক্সিনেশন পরিচালনার বিষয়ে এক মতবিনিময় সভায় দিক নির্দেশনা দেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply