রাজধানীতে বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের মৃত্যু

|

নিহত পুলিশ সদস্য মো. হেলাল।

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহত ওই পুলিশ সদস্যের নাম মো. হেলাল (৫৫)। ঘাতক মাইক্রোবাস ও তার মালিককে আটক করেছে পুলিশ। তবে এর চালক পলাতক রয়েছে।

রোববার (১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। মাইক্রোবাসের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবল হেলালকে বেলা পৌনে ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্রাফিক তেজাগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনে কর্মরত ছিলেন হেলাল উদ্দিন। হেলাল উদ্দিনের বাড়ি গাজিপুরের কালিয়াকৈরে। তিনি তেজগাঁও ট্রাফিক পুলিশ ব্যারাকে থাকতেন।

ট্রাফিক তেজগাঁও বিভাগ থেকে জানানো হয়, সকালে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের রাস্তায় দায়িত্ব পালন করছিলেন হেলাল উদ্দিন। এ সময় গাবতলীর দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সিগন্যাল দেন তিনি। তখন একবার গাড়িটি বেপোরোয়া গতিতে তাকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গেলে গাড়িটি তার ওপর দিয়ে চালিয়ে দেয় চালক। এরপর হাসপাতালে তার মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক তেজগাঁও বিভাগ।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply