সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৭ কৌসুলি

|

সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৭ কৌসুলি

ছবি: সংগৃহীত

বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৭ কৌসুলি। শনিবার মার্কিন বিচার বিভাগ নিশ্চিত করেছে এ তথ্য।

জানায়, গত বছর হ্যাকিংয়ের শিকার হয় সোলার উইন্ডস সফটওয়্যার ব্যবহারকারী কর্মকর্তাদের অফিসিয়াল ইমেইল অ্যাকাউন্ট। এতে সরকারের অনেক গোপন ও স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা এমন আশঙ্কা মার্কিন প্রশাসনের।

হামলার ঘটনায় রাশিয়াকে দায়ী করছে ওয়াশিংটন। বলা হচ্ছে, কৌসুলিদের ইমেইলে অনেক সময়ই স্পর্শকাতর তথ্য আদানপ্রদান হয়। গোপন কোডও ব্যবহার করেন তারা। সেসব ব্যবহার করে আরও বড় ধরণের অপরাধ করতে পারে হ্যাকাররা রয়েছে এমন আশঙ্কা।

গত বছর ডিসেম্বরে প্রথম সামনে আসে যুক্তরাষ্ট্রের ওপর বড় ধারণের সাইবার হামলার খবর। যাতে আক্রান্ত হয়েছিল ১৮ হাজার সরকারি ও বেসরকারি কম্পিউটার নেটওয়ার্ক।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply