ফ্রান্সে করোনা সংক্রান্ত বিশেষ পাসের প্রতিবাদে বিক্ষোভ

|

ফ্রান্সে করোনা সংক্রান্ত বিশেষ পাসের প্রতিবাদে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস সংক্রান্ত বিশেষ পাসের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ফ্রান্সে। নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের।

শনিবার রাজধানী প্যারিসে ৩য় সপ্তাহের মতো বিশেষ পাসের বিরুদ্ধে আন্দোলনে নামে হাজারো মানুষ। আগে থেকেই মোতায়েন করা ছিল নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত ৩ হাজার সদস্য। বিভিন্ন স্থানে মিছিলের সময় পুলিশের সাথে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা।

এসময় তিন পুলিশ কর্মকর্তাসহ আহত হয় বেশ কয়েকজন। বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস ও জালকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। আটক করা হয় ১০ জনকে।

সম্প্রতি দেশটিতে করোনার প্রকোপ বৃদ্ধিতে রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকতে বিশেষ পাস প্রয়োজন হবে বলে ঘোষণা দেয় সরকার। এ সংক্রান্ত একটি বিলও পাস হয় পার্লামেন্টে। টিকা গ্রহণকারী অথবা অতি সম্প্রতি করোনা নেগেটিভ বলে প্রমাণ দেখাতে হবে পাসের মাধ্যমে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply