ভোলা থেকে ছেড়ে আসা লঞ্চে উপচে পড়া ভিড়

|

ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চ।

ভোলা প্রতিনিধি:

কঠোর লকডাউনে জরুরী সেবা ছাড়া সকল কিছু বন্ধ থাকার কথা থাকলেও আজ রোববার থেকে শিল্প কারখানা খুলে দিয়েছে সরকার। ছুটি শেষ হওয়ার আগেই কর্মস্থল খোলার সংবাদ শুনে গতকাল থেকে ফেরি, ট্রলার, স্পিডবোট ও লঞ্চে ঢাকায় ফিরছে যাত্রীরা।

ভোলার ইলিশাঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা প্রতিটি লঞ্চেই যাত্রী ছিলো ধারণ ক্ষমতার অতিরিক্ত। বেশির ভাগ যাত্রীর মুখেই ছিলো না মাস্ক অন্যদিকে গাদাগাদি করেই যাত্রী নিয়ে ছেড়ে এসেছে লঞ্চগুলো।

বিআইডব্লিউটিএ-র বেধে দেওয়া সময়ে সদরঘাট পৌঁছাতে পারবে কিনা লঞ্চস্টাফদের কাছে জানতে চাইলে তারা জানান, আমরা চেষ্টা করবো শতভাগ নির্ধারিত সময়ে সদরঘাট পৌঁছানোর।

যাত্রীরা জানান, আর একটু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে বিকাল পর্যন্ত সময় দিলে আমারা উপকৃত হতাম, এখন এই লঞ্চ এক টার আগে পৌঁছাতে পারবে কিনা সন্দেহ, এর পর আমরা আবার ঢাকায় গাড়ি পাবো না, আবার প্রশাসনের বাধারমুখে পরতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply