ইতিহাস সৃষ্টি করে অলিম্পিক স্বর্ণ জিতলেন বেলিন্ডা বেনচিচ।
টেনিস নারী এককের স্বর্ণ জিতে ইতিহাস সৃষ্টি করেছেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ। ফাইনালে ২-১ সেটে হারিয়েছে চেক প্রজাতন্ত্রের মারকেতা ভন্দ্রসোভাকে।
তৃতীয় সেটে গড়ানো ফাইনালের প্রথম সেটে হয়েছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা। যদিও ৭-৫ গেমের জয়ে শেষ হাসি হাসেন বেনচিচই। যদিও দ্বিতীয় সেটে ৬-২ গেমের জয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন ভন্দ্রসোভা। তবে শেষ সেটে ৬-৩ গেমে ম্যাচ জিতে নেন বেলিন্ডা বেনচিচ।
এও জয়ে প্রথমবারের মতো অলিম্পিক স্বর্ণ জয় করলেন এই সুইস। বেলিন্ডা তার এই ঐতিহাসিক জয়
উৎসর্গ করেছেন আরেক সুইস গ্রেট, রজার ফেদেরারকে।
/এসএইচ
Leave a reply