ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

|

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি:

অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন।

আজ রোববার (১ আগস্ট) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার হতে টাঙ্গাইলের রাবনা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় ধীর গতির সৃষ্টি হয়। এতে গরমে দুর্ভোগ পোহাচ্ছে রাজধানীতে কর্মস্থলে ফেরা মানুষ।

তবে উত্তরবঙ্গগামী লেনে যানজটের সৃষ্টি হলেও ঢাকামুখী লেনে কোনো যানজট নেই।

সরেজমিন দেখা যায়, মহাসড়কের রাবনা, বেথইর, বিক্রমহাটি, রসুলপুর, পুংলি ও এলেঙ্গাতে ঢাকামুখী যানবাহনের দীর্ঘ চাপ। খোলা ট্রাক, পিকআপ ও মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে কর্মস্থলে ফিরছে মানুষ। কাউকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। যে যার মতো গন্তব্যে ফিরছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের কোন তৎপরতা দেখা যায়নি।

এ বিষয়ে মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলামের সা‌থে যোগা‌যোগ করা হলে তারা ফোন রি‌সিভ করেননি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply