ক্ষমতাগ্রহণের শুরুতেই বিক্ষোভের মুখে পেরুর নতুন প্রেসিডেন্ট

|

ক্ষমতাগ্রহণের শুরুতেই বিক্ষোভের মুখে পেরুর নতুন প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

ক্ষমতাগ্রহণের শুরুতেই বিক্ষোভের মুখে পেরুর নতুন প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিলো। শনিবার রাজধানী লিমায় নবগঠিত সরকারের বিরোধিতা জানায় হাজারো মানুষ।

মূলত বিরোধী নেতা কেইজো ফুজিমোরির অনুসারীরা যোগ দেয় প্রতিবাদে। জাতীয় পতাকা আর প্ল্যাকার্ড হাতে সরকার বিরোধী শ্লোগান দেয় তারা। দাবি, সরকারে দায়িত্বপ্রাপ্তদের অনেকেই নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথের নীতির অনুসরণকারী। নতুন প্রধানমন্ত্রী গুইদো বেলিদোকেও সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয় তারা। মিছিল নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের কাছাকাছি গেলে বাধা দেয় পুলিশ। এসময় নিরাপত্তা বাহিনীর সাথে ছোটখাটো সংঘর্ষও হয় বিক্ষোভকারীদের।

গত বুধবার লাতিন দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মার্ক্সিস্ট পার্টি নেতা পেদ্রো ক্যাস্তিলো। দেশটির ইতিহাসে দরিদ্রতম রাষ্ট্রপ্রধান হিসেবে বলা হচ্ছে এই প্রাইমারি স্কুল শিক্ষককে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply