ঝিনাইদহে ব্যবসায়ীকে ছুরিকাঘাত; অভিযুক্তের সাথে ছিলো সাদা পোশাকে ২ পুলিশ

|

ঝিনাইদহে ব্যবসায়ীকে ছুরিকাঘাত; অভিযুক্তের সাথে ছিলো সাদা পোশাকের দুই পুলিশ সদস্য

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় সাদা পোশাকে কয়েকজন পুলিশ সদস্যকে সাথে নিয়ে এসে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে হাফিজুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতিবাদে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিবপুর গ্রামের সেজান ও সজীবুলের মধ্যে মারামারি হয়। পরে গতরাত ৮ টার দিকে সেজানের ভাই হাফিজুর, শৈলকুপার থানার এসআই সাজ্জাদ, কনস্টেবল রাশেদসহ কয়েকজনকে নিয়ে গাড়াগঞ্জ বাজারে আসে। সজীবুলের বাবা ব্যবসায়ী আশরাফুলকে পেয়ে তারা মারধর শুরু করে। এক পর্যায়ে আশরাফুলকে ছুরিকাঘাত করে হাফিজুর।

এ সময় স্থানীয়রা এগিয়ে এসে সাদা পোশাকে থাকা দুই পুলিশ সদস্য ও হাফিজুরকে আটক করে। পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী।

খবর পেয়ে শৈলকুপা থানার ওসি এসে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে এসআই সাজ্জাদসহ ৩ জনকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply