বিশ্বজুড়ে করোনাভাইরাসে আরও সাড়ে আট হাজারের বেশি মৃত্যু

|

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে আরও সাড়ে আট হাজারের বেশি প্রাণ গেলো করোনাভাইরাসে। মহামারিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৪২ লাখ ৩২ হাজার।

দৈনিক মৃত্যুর শীর্ষে এখনও ইন্দোনেশিয়া। ২৪ ঘণ্টায় ১ হাজার ৮ শতাধিক প্রাণ গেছে দেশটিতে। ৩৭ হাজারের ওপর নতুন সংক্রমিত শনাক্তের সংখ্যা। এদিন ব্রাজিলে কিছুটা কম ছিল প্রাণহানি। মারা গেছে ৯২৫ জন। রাশিয়ায় মৃত্যু হয়েছে ৭৯২ জনের। সাড়ে ৫শ’য়ের মতো প্রাণহানি দেখলো ভারত। শনিবারও ৪১ হাজার ৮শ’য়ের মতো আক্রান্ত শনাক্ত হয়েছে দেশটিতে। সাড়ে চারশ’র ওপর মৃত্যু হয়েছে মেক্সিকোতে।

অন্যদিকে, কোভিড সংক্রমণ শনাক্তের দিক থেকে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। একদিনে ৫০ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাসের উপস্থিতি। মৃত্যু হয়েছে ২৩৬ জনের। শনিবার বিশ্বজুড়ে সংক্রমিত শনাক্ত হয়েছে ৫ লাখ ২৮ হাজারের বেশি। এ পর্যন্ত মোট আক্রান্ত ১৯ কোটি ৮৫ লাখের ওপর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply