চুয়াডাঙ্গা থেকে অপহৃত তিন কিশোরী ঢাকায় উদ্ধার

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চাকরির প্রলোভন দেখিয়ে চুয়াডাঙ্গা শহরতলীর জাফরপুর গ্রাম থেকে তিন কিশোরীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে। অপহৃত ওই তিন কিশোরীকে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার মিরপুর থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

অপহৃত কিশোরীদের পরিবারের অভিযোগ, মোটা অংকের বেতনের চাকরি দেয়ার নামে প্রতিবেশি মালেকা ও তাজনিনা তাদেরকে মিরপুরে নিয়ে যায়। সেখানে তাদরেকে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়।

এক পর্যায়ে অপহৃতদের একজন কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে পরিবারকে বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ করেন।

এরপর চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত তন্নি খাতুন (১৪), সুমাইয়া খাতুন (১৩), তাসনিনা খাতুনকে (১৫) কে উদ্ধার করে। অপহরণ চক্রের সদস্য তাজনিনা ও মালেকাকেও আটক করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply