পারমাণবিক ক্ষেপণাস্ত্রে সক্ষমতা বাড়াচ্ছে চীন, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

|

যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটে ধরা পড়েছে ক্ষেপণাস্ত্র চীনের সংরক্ষণাগার নির্মাণের প্রস্তুতি।

যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ এবং উৎক্ষেপণের সক্ষমতা বাড়িয়ে তুলছে চীন। যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটে ধরা পড়েছে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার নির্মাণের প্রস্তুতি।

লস অ্যাঞ্জেলস টাইমসের এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটে দেখা গেছে, দেশটির দক্ষিণ-পূর্বের ইউমেন অঞ্চলের মরু এলাকায় এই মিসাইল সাইলো তৈরি করা হচ্ছে। স্যাটেলাইটে পাওয়া ছবির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের দাবি, অন্তত ১২০টি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার তৈরি করা হচ্ছে সেখানে।

ভূগর্ভস্থ এসব স্থাপনায় পারমাণবিক বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যে ছোড়ার জন্য প্রস্তুত রাখা হয়। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে পেন্টাগন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র মজুদ পদ্ধতির আধুনিকায়নের তাগিদ দিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা।

গেল বছর পেন্টাগন জানায়, বর্তমানে চীনের কাছে অন্তত ২০০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply