ব্রোঞ্জও জিততে পারলেন না জোকোভিচ, ফিরছেন খালি হাতে

|

সেমিফাইনালে হারের পর ব্রোঞ্জ ম্যাচেও পরাজিত নাম্বার ওয়ান জোকোভিচ। ছবি: সংগৃহীত

অলিম্পিক টেনিসের পুরুষ এককের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার একদিনের মাথায় ব্রোঞ্জ জেতার লড়াইয়েও হারলেন নোভাক জোকোভিচ। আজ (৩১ জুলাই) টোকিওর আরিয়াকে টেনিস কোর্টে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সার্বিয়ান জোকোভিচকে ৬-৪, ৬-৭, ৬-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন স্পেনের পাবলো ক্যারেনো বুস্তা।

জোকোভিচকে হারানোর পর পাবলো ক্যারেনো বুস্তা শুয়ে পড়েন কোর্টেই।
ছবি: সংগৃহীত

ক্যারেনো ও জোকোভিচের ম্যাচের স্থায়ীত্ব ছিল ২ ঘণ্টা ৪৭ মিনিট। ৬ষ্ঠ বাছাই ক্যারেনো ম্যাচের প্রথম সেটে জোকোভিচকে নাস্তানাবুদ করে ছাড়েন। গোলার মতো আসা একের পর এক সার্ভের কোনো জবাব ছিল না দ্য জোকারের কাছে। প্রথম সেট হারের পর পরবর্তী দুটি সেট জয়ের জন্য চাপ সৃষ্টি হয় জোকোভিচের উপর।

দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফিরে আসেন জোকোভিচ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৭-৬ গেমে জিতে ম্যাচকে তৃতীয় ও নির্ধারণী সেটে নিয়ে যান তিনি। কিন্তু তৃতীয় সেটে ছন্দ হারিয়ে ফেলেন জোকোভিচ। ৩-৬ সেটে হেরে খালি হাতেই অলিম্পিক থেকে বিদায় নেন অজেয় রূপে টোকিও আসা জোকোভিচ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply