রাঙ্গামাটিতে ভারি অস্ত্র ও গুলিসহ ৪ ইউপিডিএফ সদস্য আটক

|

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির বরকলে বিশেষ অভিযান চালিয়ে ভারি অস্ত্র ও গুলিসহ মূল ইউপিডিএফের ৪ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (৩১ জুলাই) সকাল ১১টায় রাঙামাটি সদর জোনে সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। সেনাবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ জুলাই ভোররাতে সশস্ত্র চাঁদাবাজদের গ্রেফতারের জন্য সেনাবাহিনী একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে মূল ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদা সংগ্রহকারী সুরেন চাকমা (৩৬), অসিং চাকমা (৪৫), অনিল চাকমা (১৯) এবং সাইমন চাকমাকে (৪০) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৭৭ রাউন্ড অ্যামুনিশন, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি সেট, একটি সোলার চার্জার, চাঁদা সংগ্রহের রশিদ বই, ৪টি মােবাইল সেট, ১টি ভুয়া আইডি কার্ড, রাষ্ট্র বিরােধী শ্লোগান সম্বলিত ব্যানার, নগদ ৬৩,৫৯২
টাকা, হাতঘড়ি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আটককৃত সন্ত্রাসীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বরকল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। তারা বলেন, পাবর্ত্য চট্টগ্রামের শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply