হাইতির প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের সন্দেহভাজন যারা

|

নিজ বাসভবনে বন্দুকধারীদের হামলায় নিহত হন প্রেসিডেন্ট জোভেনেল ময়েস। সংগৃহীত ছবি।

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েসের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহের তালিকায় রয়েছে বিদ্রোহী নেতা, সাবেক সিনেটর এমনকি সুপ্রিম কোর্টের এক বিচারকও।

শুক্রবার (৩০ জুলাই) হাইতি পুলিশের মুখপাত্র জানান, সন্দেহভাজন আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত আটক করা হয়েছে মোট ৪৪ জনকে।

প্রেসিডেন্টের হত্যা সংক্রান্ত তথ্যের জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ, ঘোষণা করা হয়েছে পুরস্কারও।

৭ জুলাই নিজ বাসভবনে বন্দুকধারীদের হামলায় নিহত হন প্রেসিডেন্ট জোভেনেল। গুরুতর আহত হন ফার্স্টলেডি মার্টিনা ময়েসও। তাৎক্ষণিকভাবে দাবি করা হয়, বিদেশি আততায়ীরা এ হামলা চালিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply