চিকেন পক্সের চেয়ে বেশি ছোঁয়াচে ডেল্টা ভ্যারিয়েন্ট

|

চিকেন পক্সের তুলনায় বেশি ছোঁয়াচে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গও ক্ষতিগ্রস্ত করছে এই ভ্যারিয়েন্ট। শুক্রবার নতুন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন রোগ নিয়ন্ত্রক সংস্থা- সিডিসি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, করোনা প্রতিরোধে যেসব ভ্যাকসিন দেয়া হচ্ছে, সেগুলো এই ভ্যারিয়েন্ট ঠেকাতে সক্ষম নয়। ম্যাসাচুসেটস রাজ্যের ৫শ’ করোনা রোগীর ওপর গবেষণা চালানো হয়। যাদের এক-তৃতীয়াংশই দুই ডোজ ভ্যাকসিনগ্রহীতা।

প্রতিবেদনে বলা হয়, গলা এবং নাসিকারন্ধ্রে দীর্ঘদিন অবস্থান করতে পারে ডেল্টা ভ্যারিয়েন্ট। যে কারণে- মার্স, সার্স, ইবোলা, গুটি বসন্ত এবং সাধারণ ঠাণ্ডার তুলনায় এটি অনেক বেশি ছোঁয়াচে। এই প্রতিবেদনের প্রকাশের পর নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র, ঘরের বাইরে মাস্ক পরার পাশাপাশি অভ্যন্তরের বিধিমালাও পুনরায় খতিয়ে দেখছে সিডিসি। এর আগে, মার্কিন রোগ ও ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বলেছিল- ঘরের ভেতরে মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply