ইসরায়েলি বাহিনীর সাথে সংঘাতে ২৭০ ফিলিস্তিনি আহত

|

ইসরায়েলিদের সাথে ফিলিস্তিনিদের সংঘাত। ছবি: সংগৃহীত

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়াবহ সংঘাতে ২৭০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন- রেড ক্রিসেন্ট।

জানা যায়, শুক্রবারের সংঘাতে বেইতা গ্রামের সবচেয়ে বেশি মানুষ আহত হয়েছে। জুম্মার দিন নিয়মিত বিক্ষোভ-আন্দোলনে নামে স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। এসময় ক্যারাভানের মাধ্যমে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে দখলদারিত্বে নামে ইহুদি জনগোষ্ঠী। মুহূর্তেই দু’পক্ষের সংঘাতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এসময় ইসরায়েলি সেনাবাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস, ফাঁকা বুলেট ছোঁড়ে। তাদের অভিযোগ, সেনাদের দিকে পাথর এবং জ্বলন্ত টায়ার ছুঁড়ছিলো বিক্ষোভকারীরা। দখলকৃত অঞ্চলটির দক্ষিণেও ইহুদি বাহিনীর সাথে ফিলিস্তিনিদের সংঘাত হয়। দু’দিন আগেই সেখানে ২০ বছর বয়সী এক তরুণকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply