আফরিনে ৮ তুর্কি সেনা নিহত

|

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা আফরিনে কুর্দিদের সঙ্গে সংঘটিত সংঘর্ষে তুরস্কের ৮ জন সৈনিক নিহত, এবং আরও ১৩ জন আহত হয়েছেন। কুর্দি ওয়াইপিজি ‘মিলিশিয়াদের’ বিরুদ্ধে গত জানুয়ারিতে আফরিনে সামরিক অভিযান শুরু করেছিল তুরস্ক।

বৃহস্পতিবার এ হতাহতের ঘটনা ঘটেছে বলে তুরস্কের সেনাবাহিনীর বরাত দিয়ে জিও টিভি জানিয়েছে। তুরস্ক সেনাবাহিনী জানায়, চিকিৎসার জন্য আহতদের তড়িত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আফরিনে সামরিক অভিযান শুরু করার পর থেকে বৃহস্পতিবার অবধি ১১৫টি ‘কৌশলগত অবস্থান’ এবং ৮৭টি গ্রাম তুর্কি বাহিনী দখলে নিয়েছে বলে তুরস্কের রাষ্ট্রীয় গণ মাধ্যম জানিয়েছে।

তুরস্কের দাবি, নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়াকার্স পার্টি’র (পিকেকে) সঙ্গে কুর্দি ওয়াইপিজি ‘মিলিশিয়াদের’যোগসাজস রয়েছে। কুর্দি যোদ্ধাদের সরিয়ে সিরিয়া ও তুরস্কের সীমান্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে আফরিনে অভিযান পরিচালনা করছে তুর্কি সরকার।

উল্লেখ্য, বহুদিন থেকেই তুরস্ক, সিরিয়া ও ইরাকের একটি অঞ্চল জুড়ে স্বাধীন কুর্দিস্তানের আন্দোলন চালিয়ে আসছে কুর্দিরা।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply