পঞ্চমবারের মতো স্থগিত বিপিএল

|

ছবি: সংগৃহীত

খেলার শুরু ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিতের সিদ্ধান্তে এই নিয়ে পঞ্চমবারের মতো স্থগিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল।

সব শঙ্কা কাটিয়ে লকডাউনের মাঝেই বিপিএল শুরুর ঘোষণা দিয়েছিল বাফুফে। এ সিদ্ধান্ত গ্রহণের আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতিও নেয় বাফুফে। যদিও ২৪ ঘণ্টা না পেরুতেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পঞ্চমবারের মতো স্থগিত করা হয় লিগের খেলা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ঠিক করা হয় যে, শুক্রবার প্রথম দিনে হবে দুটি ম্যাচ। নির্ধারিত সময়ে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে উত্তর বারিধারা ও চট্টগ্রাম আবাহনী এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ হাজিরও হয়। তবে ভেন্যুতে এসে তারা অনির্দিষ্টকালের জন্য লিগের খেলা স্থগিতের কথা জানতে পারেন।

মাঠে এসে খেলা স্থগিতের কথা জানতে পেরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে রহমতগঞ্জ ও ব্রাদার্সের কর্মকর্তা ও খেলোয়াড়গণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply