অসময়ের তুষারঝড়ে বির্পযস্ত ইউরোপ

|

শীত শেষের তুষারঝড়ে বির্পযস্ত ইউরোপের বেশিরভাগ দেশ। এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও।

সংস্থাটি জানায়, এদের বেশিরভাগ গৃহহীন, দরিদ্র ও অভিবাসনপ্রার্থী। প্রবল ঝড়ো হাওয়া আর ভারী তুষারপাতের কারণে মৃত্যু ঘটেছে এসব মানুষের। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ পোল্যান্ডে এখন পর্যন্ত ২১ জনের প্রাণহানির তথ্য দিয়েছে প্রশাসন। তবে, দক্ষিণ থেকে তুষারঝড় ‘এমা’ বা ‘বিস্ট ফ্রম দ্যা ইস্ট’ উত্তরের দিকে এগোলে, কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাতের কবলে পড়বে আয়ারল্যান্ড।

বুধবার থেকে ডাবলিন, আমস্টারডাম এবং জেনেভার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে স্বাভাবিক হতে পারে বিমান চলাচল। ফ্রান্সের শহর মঁপেলিয়ের মহাসড়কে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছে দুই হাজারের বেশি গাড়ি। আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী সপ্তাহ পর্যন্ত বজায় থাকবে তুষারঝড়ের প্রভাব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply