হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করা হবে: র‍্যাব

|

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বলেন, মানিলন্ডারিং ও টেলিযোগাযোগসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে মামলা হতে পারে। কেননা তার বাসা থেকে হরিণ ও ক্যাঙ্গারুর চামড়া পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন ব্যক্তি সম্পর্কে অপপ্রচার চালাতো সামাজিক যোগাযোগ মাধ্যমে।

র‍্যাব জানায়, রাতে হেলেনা জাহাঙ্গীরের পরিবারের মালিকানা দাবি করা একটি আইপি টিভি চ্যানেলে অভিযান চালিয়ে বৈধ কাগজ পাওয়া যায়নি। এছাড়া কী কী অভিযোগে মামলা করা হবে তা বিকেলে জানানো হবে। সন্ধ্যায় তাকে হস্তান্তর করা হবে পুলিশের কাছে।

উল্লেখ্য, গতরাতে গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আলোচিত হেলেনা জাহাঙ্গীরকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply