৮ তলা থেকে পড়ে যাওয়া বিড়ালটি বাঁচলো আইজি’র স্ত্রীর হস্তক্ষেপে

|

৮ তলা থেকে পড়ে যাওয়া বিড়ালটি বাঁচলো আইজি'র স্ত্রীর হস্তক্ষেপে

ছবি: সংগৃহীত

পুলিশের আইজি’র স্ত্রীর হস্তক্ষেপে প্রাণ বাঁচলো একটি বিড়াল ছানার। বিড়ালটির আশ্রয় মিলেছে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে। সেখানে নিবিড় পরিচর্যা চলছে তার।

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী মেডিকেল কলেজ ছাত্রাবাসের আটতলা থেকে কয়েকদিন আগে একটি বিড়াল নীচে পড়ে যায়। আঘাত পেয়ে বিড়ালটি সেখানেই পড়ে ছিলো।

পরে মেডিকেলের এক শিক্ষার্থী গত মঙ্গলবার একটি ফেসবুক গ্রুপে বিড়ালটি নিয়ে একটি পোস্ট দেন। অসুস্থ বিড়ালটির চিকিৎসা এবং দায়িত্ব নিতে পারে এমন কারও সন্ধান চাওয়া হয় ঐ ফেসবুক পোস্টে। বিষয়টি নজরে আসে পুলিশের আইজি বেনজীর আহমেদের স্ত্রী ও পুলিশ নারী কল্যাণ সমিতি’র সভাপতি জীশান মীর্জার। তিনি মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মঈনুল ইসলামকে বিষয়টি অবহিত করেন। পরে বিড়ালকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply