একদিনে ৩ ডোজ টিকা নেয়ার বিষয়ে জানা যাবে শনিবার: বিএসএমএমইউ উপাচার্য

|

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

নারায়ণগঞ্জের ওমর ফারুককে একদিনে তিন ডোজ টিকা দেয়ার বিষয়টি সম্পর্কে শনিবার (৩১ জুলাই) বিস্তারিত জানা যাবে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) যমুনা টেলিভিশনে সম্প্রচারিত টকশো ‘আমজনতা’র ‘গ্যারান্টি ছাড়া সময়ে…’ বিষয়ক পর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কথা জানান।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আরও বলেন, আমরা এই বিষয়ে জানার পর একটি তদন্ত কমিটি গঠন করেছি। বর্তমানে ওই ব্যক্তি সুস্থ আছেন।

তিনি আরও জানান, তিনটি টিকা নেয়ার বিষয়টি সন্দেহজনক। কারণ তিনি নাকি একই হাতে সবগুলো টিকা নিয়েছেন। এই দাবিটি গ্রহণযোগ্য নয়। এমনকি তার টিকা কার্ডেও একটি টিকা দেয়ার কথা উল্লেখ ছিল।

এর আগে সোমবার (২৬ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন ওমর ফারুক। পরবর্তীতে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে দাবি করেন, না বুঝে তিনবার টিকা নিয়েছেন তিনি।

এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হলে বুধবার (২৮ জুলাই) তাকে বিএসএমএমইউতে নিয়ে আসা হয়। ওমরকে নারায়ণগঞ্জের বাসা থেকে আনা হলেও প্রথম দিকে তার সাথে যোগাযোগ করতে পারছিল না পরিবার। বর্তমানে ওই ব্যক্তিকে বিএসএমএমইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, প্রতি রোববার থেকে বৃহস্পতিবার যমুনা টেলিভিশনের টকশো ‘আমজনতা’ রাত ৯টায় সরাসরি সম্প্রচারিত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply