অপ্রতিরোধ্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া

|

হাইপারসনিক আন্তঃমহাদেশীয়  ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘সারমাট’-এর পরীক্ষা চালিয়েছে বিশ্বের অন্যতম সামরিক পরাশক্তি রাশিয়া।

বৃহস্পতিবার রাশিয়ার কেন্দ্রীয় আইন সভায় বক্তব্য প্রদানকালে এই তথ্য জানান দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ‘সারমাট’, এবং এটি রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রকল্পের বড় ধরনের সাফল্য বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম সারমাট।” ২০০৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সক্ষমতার বিপরীতে রাশিয়া কাজ করছে বলেও তিনি জানান।

তবে যুক্তরাষ্ট্র মস্কোর এই কথা আমলে নেয় উল্লেখ করে পুতিন বলেন, “এখন তোমরা আমাদের কথা শুনবে।”

তিনি আরও বলেন, “অনেক ধরনের পরমানু অস্ত্র বহনে সক্ষম সারমাট’র বস্তুতপক্ষে কোনো ধরা-বাঁধা পাল্লা নেই, এবং এটি উত্তর ও দক্ষিণ মেরুতেও আঘাত হানতে সক্ষম হবে।”

গেল সপ্তাহে দেশটির উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রগোজিন বলেছিলেন যে নতুন ক্ষেপনাস্ত্র যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারে। তিনি আরও বলেছিলেন, “বর্তমানে (যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বর্ম) আমাদের জন্য কোনো সামরিক হুমকি নয়, শুধু উস্কানি ছাড়া।”

শব্দের চেয়ে বেশি গতিকে বলা হয় সুপারসনিক, সুপারসনিকের চেয়েও দ্রুত গতিকে বলা হয় হাইপারসনিক।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply