সুনামগঞ্জে বঙ্গবন্ধুর নামে হচ্ছে মেডিকেল কলেজ ও হাসপাতাল

|

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংগৃহীত ছবি।

চলতি বছরে শুরু হচ্ছে ২৬৬ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জে বঙ্গবন্ধুর নামে ৫শ শয্যার হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণ কাজ।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে এই ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। ২০২৪ সালের মধ্যে ঘোষিত প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে বলে জানান অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী। পরে সরকারি ক্রয় সংক্রান্ত সভায় দেড় হাজার কোটি টাকার ৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়।

এর মধ্যে সুনামগঞ্জে বঙ্গবন্ধুর নামে মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ, চাপাইনবাবগঞ্জের মহানন্দা নদী ড্রেজিং ও রবার ড্যাম নির্মাণ কাজ, পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ কাজ অন্যতম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply