তিনদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বান্দরবানের বেশিরভাগ সড়ক

|

ভারি বৃষ্টিতে বান্দরবান-থানচি, বান্দরবান-আলীকদম, বান্দরবান-রুমাসহ বেশিরভাগ সড়কই ডুবে গেছে।

ভারি বর্ষণে ডুবে গেছে বান্দরবানের নিম্নাঞ্চল। অঞ্চলটিতে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগও। তিন দিনের ভারি বৃষ্টিতে বান্দরবান-থানচি, বান্দরবান-আলীকদম, বান্দরবান-রুমাসহ বেশিরভাগ সড়কই ডুবে গেছে।

রাস্তাঘাট ডুবে যাওয়ায় সদরের সাথে সবগুলো উপজেলার যান চলাচল বন্ধ হয়ে গেছে। এই বর্ষণে অন্তত কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এর ফলে, ৭ উপজেলার ১৪০টি স্কুল আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্গতদের সেখানে চলে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এখনও খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

এছাড়াও কক্সবাজারের নিম্নাঞ্চলও ডুবে আছে। চকরিয়া, রামু, সদর, উখিয়া, পেকুয়াসহ ৯ উপজেলায় ৪২৫টি গ্রাম প্লাবিত হয়ে আছে। পানিবন্দি তিন লক্ষাধিক পরিবার। মাতামুহুরি-বাকখালি নদীর পানি বইছে বিপদসীমার ওপরে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্গতদের জন্য ১৩৫ টন চাল ও ৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কক্সবাজারে ভারি বর্ষণে মঙ্গল ও বুধবার পাহাড়ধসে ২০ জনের মৃত্যু হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply