ছেলের জীবনের জন্য লড়ছেন সাবেক ফুটবলার আলতাফ বাবু

|

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত ছোট ছেলেকে সকালে দাফন করার কয়েক ঘণ্টার মধ্যেই বড় ছেলেকে হাসপাতালে ভর্তি করতে হল। এমন পরিস্থিতেই ছেলের জীবনরক্ষার যুদ্ধে লড়ছেন এখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও ২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অন্যতম সদস্য পারভেজ বাবু।

ছোট ছেলে মারা গেছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। ছেলেকে দাফন করে শোক কাটিয়ে ওঠার আগেই বড় ছেলেকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। সাবেক ফুটবলার আলতাফ বাবু’র বড় ছেলেও আক্রান্ত ডেঙ্গুতে।

গত পরশু (২৭ জুলাই) পারভেজ বাবুর ছোট ছেলে রাহিল (৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলে, গতকাল তার মরদেহ দাফন করা হয় টাঙ্গাইলে। ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই আলতাফ বাবু’র বড় ছেলে ফারদিনের অবস্থা খারাপ হয়ে পড়ায় তাকেও ভর্তি করাতে হয় হাসপাতালে।

একসময় দেশের হয়ে জয়ের জন্য পায়ে ফুটবল পায়ে লড়তেন সাবেক এই ফুটবলার। দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এরইমধ্যে ছোটছেলেকে হারিয়েছেন তিনি, এখন লড়ছেন বড় ছেলের জীবন বাঁচাতে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply