দাবানলে পুড়ছে তুরস্কের দক্ষিণাঞ্চল

|

দাবানলের কারণে তুরস্কের মানাওগাত থেকে সরিয়ে নেয়া হয়েছে স্থানীয়দের।

দাবানলে পুড়ছে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর মানাওগাত। গতকাল বুধবার (২৮ জুলাই) পর্যন্ত ৪টি এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে অন্তত কয়েক হাজার মানুষকে।

ভূমধ্যসাগর তীরবর্তী শহরটি থেকে বাতাসের কারণে দ্রুতগতিতে ছড়াচ্ছে আগুন ও কালো ধোঁয়া। দাবানল নিয়ন্ত্রণে আকাশপথে পানি ছড়াচ্ছে তুর্কি বিমানবাহিনীর দুটি বিমান এবং ১৯টি হেলিকপ্টার। এছাড়া, ফায়ার ব্রিগেডের ১০৮টি ট্রাক ও ছোটযান মোতায়েন রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করছেন ৪ শতাধিক কর্মী।

কিন্তু, তীব্র দাবদাহের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ বেশ কষ্টকর। দাবানলে এখনো হতাহতের কোন খবর মেলেনি। তবে, দাবানলের কারণ উদ্ঘাটনে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তার অভিযোগ, প্রাকৃতিক নয় বরং মানবসৃষ্ট দুর্যোগের মুখোমুখি দেশের দক্ষিণাঞ্চল।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply