দিন-দিন কমছে কঠোর লকডাউনের কড়াকড়ি, সড়কে বাড়ছে মানুষের ঢল

|

দিন-দিন কমছে কঠোর লকডাউনের কড়াকড়ি, বাড়ছে সড়কে মানুষের ঢল

ছবি: সংগৃহীত

লকডাউনের প্রথম কয়েকদিন আইনশৃঙ্খলা বাহিনী কড়াকড়ির কারণে রাজধানীর সড়কে মানুষ ও যানবাহনের চলাচল ছিল কম। কিন্তু যতো দিন যাচ্ছে বেড়েই চলেছে মানুষ আর যানবাহনের চাপ।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে রাজধানীর প্রধান প্রধান সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ার পাশাপাশি দেখা গেছে রিকশার রাজত্ব। প্রতিটা সড়কের মোড়ে মোড়ে যথারীতি আছে পুলিশের চেকপোস্ট। জরিমানা আর শাস্তি দেয়ার পরও বের হচ্ছে মানুষ।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, জরুরি দরকার ছাড়াও বের হয়েছেন অনেকে। জিজ্ঞাসাবাদ করলে দিচ্ছেন নানা অজুহাত।

এদিকে রাজধানীর প্রবেশ পথেও ঢাকামুখী মানুষের চলাচল বেড়েছে। ছোট ছোট যানবাহন ও পিক আপে করে ঢাকা আসছেন তারা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply