‘বিজেপিকে হটাতে প্রয়োজন শক্তিশালী বিরোধী জোট’

|

'বিজেপিকে হটাতে প্রয়োজন শক্তিশালী বিরোধী জোট'

ছবি: কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি (বামে) ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি (ডানে)।

ভারতের ক্ষমতা থেকে বিজেপিকে হটাতে প্রয়োজন শক্তিশালী বিরোধী জোট। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সাথে বৈঠকের পর সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি।

বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টা নাগাদ ‘দশ নম্বর জনপথে’ গান্ধি পরিবারের বাসভবনে যান তিনি। ব্যাপক আলোচনার জন্ম দেয়া এ বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধিও।

আলোচনা শেষে গণমাধ্যমের সামনে হাজির হন মমতা ব্যনার্জি। বলেন, করোনা মহামারি, পেগাসাস কাণ্ডের মতো ইস্যুতে সরকারের ব্যর্থতা নিয়ে কথা হয়েছে। জানান- পৌনে এক ঘণ্টার বৈঠকে যেসব বিষয় উঠে এসেছে তা নিয়ে জোরেশোরে এগুবে বিরোধী দলগুলো। অবশ্য কর্মপরিকল্পনা সম্পর্কিত প্রশ্নের জবাবে মমতা বলেন, তিনি তৃণমূলের নেতা; বড় সিদ্ধান্ত নেবেন শীর্ষ রাজনীতিকরা।

বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে জয়লাভের পর মমতার ৫ দিনের দিল্লি সফর ঘিরে চলছে তুমুল আলোচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও সাক্ষাৎ করেছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply