চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাস সন্দেহে হাসপাতালে একজন

|

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে প্রথমবারের মতো বিরল ব্ল্যাক ফাঙ্গাসে এক নারী আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছেন চিকিৎসকরা। পরীক্ষার ফলাফল পাওয়া গেলেই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা যায়, গত মাসের ২৫ তারিখ থেকে জ্বরে আক্রান্ত হন ষাটোর্ধ্ব গৃহিনী ফেরদৌস বেগম। চলতি মাসের ৩ তারিখ তিনি কোভিড টেস্টে পজেটিভ হন। ১৫ জুলাই কোভিড নেগেটিভ হলেও তার নানা শারীরিক অসুবিধা দেখা দেয়। পরে স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন জানান, রোগী ব্লাক ফাঙ্গাস সাসপেকটেড। তার পরীক্ষা-নীরিক্ষা চলছে। তবে রিপোর্ট পেলেই বলতে পারবো তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কিনা।

রোগীর ছেলে মো. বেলাল হোসাইন বলেন, তার মায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় একটি ইনজেকশন কোথাও পাচ্ছেন না তিনি। প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী না পেয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply