জ্বালিয়ে দেয়া হয়েছে রোহিঙ্গাদের ১৭টি গ্রাম

|

রাখাইনের ১৭টি রোহিঙ্গা অধ্যুষিত গ্রাম জ্বালিয়ে দেয়ার প্রমাণ মিলেছে স্যাটেলাইট ছবিতে। শনিবার, মানবাধিকার সংগঠন- হিউম্যান রাইটস ওয়াচ’এর এক প্রতিবেদনে জানানো হয় এই তথ্য।

প্রতিবেদনে দেখানো হয়, রাজ্যটির চেইন খার লি গ্রামের অন্তত ৭শ’ বাড়িতে জ্বলছে আগুন। সংস্থাটির এশিয়া বিষয়ক উপ-পরিচালক ফিল রর্বাটসন জানান, রাখাইনের প্রায় ১৭টি গ্রাম জ্বালিয়ে দেয়ার স্যাটেলাইট ছবি পেয়েছেন তারা। এরমধ্যে, একটি হলো চেইন খার গ্রাম; যার ৯৯ শতাংশই পুড়ে গেছে আগুনে। রবার্টসন আরও বলেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর যে নির্যাতন-নিপীড়ণের চিত্র ভাবা হচ্ছে; বাস্তবে তা আরও কয়েকগুণ ভয়াবহ। এদিকে, রাখাইন রাজ্যে নতুনভাবে সহিংসতা, ধর্ষণ, হত্যাকাণ্ড খতিয়ে দেখতে জাতিসংঘের তদন্ত দল ভিসা চাইলে, তাদের প্রবেশ অনুমতি দেয়নি মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ো জায়া জানান,  জাতিসংঘকে পুনরায় তদন্তের জন্য ভিসা দেয়াটা অযৌক্তিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply