ঘুমন্ত শ্রমিকদের ওপর উঠে গেলো ট্রাক, নিহত ১৮

|

উত্তর প্রদেশে ঘুমন্ত শ্রমিকদের ওপর ট্রাক উঠে ১৮ জনের মৃত্যু হয়েছে।

ভারতের উত্তর প্রদেশে ঘুমন্ত শ্রমিকদের ওপর উঠে গেলো একটি বাস ও ট্রাক। এতে প্রাণ গেছে কমপক্ষে ১৮ জনের।

মঙ্গলবার রাতের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। হতাহতরা বেশিরভাগই পেশায় দিনমজুর।

পুলিশ জানায়, বাসে করে বিহারের দিকে যাচ্ছিলেন তারা। মাঝপথে বাসটি নষ্ট হয়ে যায়। এ সময় বাসের সামনে রাস্তায় ঘুমিয়ে পড়েন অনেকে। রাতে পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয় বাসটিকে। এতে ঘুমন্ত শ্রমিকদের ওপর উঠে যায় বাসটি। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন কয়েকজন। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে।

এর আগে করোনাকালে শ্রমিকরা যখন হেঁটে বাড়ি ফিরছিলেন, তখন এই ধরনের কয়েকটি ঘটনা উত্তর প্রদেশে ঘটেছিল। সেসময় রাস্তার পাশে শুয়ে থাকা শ্রমিকদের পিষে দিয়েছিল ট্রাক বা বাস। পরিসংখ্যান বলছে, ভারতে বছরে গড়ে ১ লাখ দশ হাজার মানুষ নিহত হয় সড়ক দুর্ঘটনায়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply