ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

|

গাজায় মে মাসের অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। ১১ দিনের ওই সংঘাতের তদন্ত শেষে মঙ্গলবার (২৭ জুলাই) প্রতিবেদন দেয় মানবাধিকার সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের অন্তত তিনটি বিমান হামলায় কোনো সামরিক টার্গেট থাকার প্রমাণ পাওয়া যায়নি। এমনকি হামলার শিকার এলাকার আশপাশেও কোনো সামরিক স্থাপনা ছিলো না।

সাধারণ মানুষের ওপর হামলায় যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র ব্যবহৃত হওয়ায় ওয়াশিংটনেরও সমালোচনা করেছে এইচআরডব্লিউ। সংস্থাটি বলছে, অস্ত্র ও নিরাপত্তা সহায়তা দেয়ার সময়ই শর্ত দেয়া উচিত যাতে অপব্যবহার না হয়। তবে ইসরায়েল দাবি করে আসছে, স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে হামাসের স্থাপনায় অভিযান চালিয়েছে তারা।

গত মে মাসে ইসরায়েলি আগ্রাসনে ২৫৪ জনের মৃত্যু হয় গাজায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply