৮০৫টি নিচু সেতু ভেঙে উঁচু করে তৈরি করতে হবে: প্রধানমন্ত্রী

|

ফাইল ছবি।

নৌযান চলাচলের সুবিধার্থে ৮০৫টি নিচু সেতু ভেঙে উঁচু করে তৈরি করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ জুলাই) একনেক সভায় এ কথা জানান প্রধানমন্ত্রী। একনেক সভায় টিস্যু ব্যাংকিং অ্যান্ড বায়োমেটেরিয়াল রিসার্চের সুবিধাদি আধুনিকায়নসহ মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে ২ হাজার ৫৭৫ কোটি টাকা।

প্রধানমন্ত্রী বলেন, সড়ক নির্মাণ ও সংস্কারের সময় ইউলুপ ও আন্ডারপাসে চলাচল যেন ব্যাহত না হয়, সেদিকে নজর রাখতে হবে। নৌযান চলাচলের সুবিধার্থে ৮০৫টি নিচু সেতু ভেঙে উঁচু করে তৈরি করতে হবে।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান জানান, দেশে বিভিন্ন ধরনের টিস্যু গ্রাফটের চাহিদা বাড়লেও সে অনুপাতে ল্যাবরেটরিতে কোষ সরবরাহ করা যাচ্ছে না। তাই হাসপাতাল ও ক্লিনিকের সক্ষমতা বাড়াতেই মানব টিস্যু ব্যাংক আধুনিকায়ন করা হচ্ছে। এ নিয়ে হবে উচ্চতর গবেষণাও। সভায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩টি আন্ডারপাস ও একটি ইউলুপ নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়া হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply