সময়ের হিসেবের ভুলে বিমান মিস অলিম্পিকে পদক প্রত্যাশীর

|

ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট। ছবি: সংগৃহীত

সময়ের হিসেবে ভুল করায় টোকিওগামী বিমানে ওঠা হয়নি অলিম্পিকে পদক প্রত্যাশী ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাটের।

মঙ্গলবার (২৭ জুলাই) জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে আটকে দেয়া হয় অলিম্পিকে পদকের জন্য ভারতের সবচেয়ে বড় প্রত্যাশা ভিনেশ ফোগাটকে। দেখা যায় যে, ইউরোপীয়ান ইউনিয়নের ভিসার মেয়াদের চেয়ে একদিন বেশি অবস্থানের কারণে টোকিওগামী বিমানে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হন তিনি।

অলিম্পিকের প্রস্তুতি নিতে হাঙ্গেরির বুদাপেস্টে অনুশীলন করছিলেন ফোগাট। ভিসা অনুযায়ী ইউরোপে ৯০ দিন অবস্থান করার কথা তার। কিন্তু সময়ের ভুলে তিনি অবস্থান করেন ৯১ দিন। তাই বিমানবন্দরে আটকে দেয়া হয় তাকে। উঠতে দেয়া হয়নি টোকিওগামী বিমানে। বিষয়টি জানতে পেরে দ্রুতই পদক্ষেপ নেয় স্পোর্টস অথোরিটি অব ইন্ডিয়া।

সবশেষ তথ্য অনুযায়ী ঝামেলা মিটিয়ে আজই টোকিওর উদ্দেশ্যে রওনা হবেন ফোগাট। অলিম্পিকে কুস্তির ৫৩ কেজি বিভাগে লড়বেন তিনি। ৫ আগস্ট লড়াইয়ে নামার কথা রয়েছে তার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply