পটুয়াখালীতে ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত

|

লঘুচাপে পটুয়াখালীতে ১৫ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিপাত

ছবি: সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি:

সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় পটুয়াখালী‌তে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজমান। অবিরাম বৃষ্টিতে ইতোমধ্যে গত ১৫ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৬টা থকে আজ বুধবার (২৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৫২‌ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। বিষয়‌টি নিশ্চিত করেছেন পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মাসুদ রানা। তিনি আরও জানান, পহেলা জানুয়ারি ২০০৬ থেকে আজ পর্যন্ত এটাই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

সমুদ্রে ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ার কারণে গতকাল রাত ৯টা থে‌কে আজ সকাল ৯ পর্যন্ত গোটা জেলা বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।

এদিকে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বিরাজমান থাকায় আজ বুধবার সকাল থে‌কে সাগর উত্তাল রয়েছে। সাগরের ঢেউয়ের কারণে হুমকিতে রয়েছে কুয়াকাটা বেড়িবাঁধ।

গতকাল রাত থেকে ঝড়ো হাওয়ায় অনেক স্থানে গাছপালা পড়ে যাবার খবর পাওয়া গেছে। দুম‌কি উপজেলার পাগলার মোড়, মৌকরণ, বসাকবাজার, শাখা‌রিয়া, পা‌খিমারা এলাকায় রাস্তার উপরে গাছপালা পড়ে থাকতে দেখা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply