মাত্র ৭ দিনে ৯০ শতাংশ নাগরিককে টিকার আওতায় এনেছে ভুটান

|

ছবি: সংগৃহীত

মাত্র ৭ দিনে ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিককে করোনা টিকার আওতায় এনেছে ভুটান। মঙ্গলবার এ দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত এপ্রিলে প্রায় সব প্রাপ্তবয়স্ক নাগরিককে প্রথম ডোজ টিকা প্রয়োগের খবর দিয়ে চমকে দিয়েছিলো প্রায় ৮ লাখ জনসংখ্যার ছোট দেশটি। তবে ভারত সরকার অ্যাস্ট্রাজেনেকার টিকা রফতানি বন্ধ করে দেয়ায় সঙ্কটে পড়ে যায় ২য় ডোজ নিয়ে।

কোভ্যাক্স কর্মসূচির আওতায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ৫ লাখ ডোজ মডার্নার টিকা পায় দেশটি। ডেনমার্ক, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া থেকেও পায় ৪ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা। এর ফলে ভ্যাকসিনেশনে উন্নত বিশ্বকেও ছাড়িয়ে গেলো ভুটান। মাত্র ৮ লাখ জনসংখ্যার দেশ হিসেবে সুবিধা পেলেও দেশটির স্বাস্থ্য বিভাগের তৎপরতারও প্রশংসা করছে জাতিসংঘ। ভ্যাকসিন কর্মসূচি পরিচালনায় কাজ করেছে ৩ হাজারের বেশি কর্মী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply