যুক্তরাষ্ট্রে উল্কাপাতের বিরল দৃশ্য!

|

ছবি: সিএনএন

উল্কাপাতের এক বিরল দৃশ্যের সাক্ষী হল যুক্তরাষ্ট্রের শত শত মানুষ। স্থানীয় সময় রোববার (২৫ জুলাই) রাতে টেক্সাসের ওয়াকসাহাচিতে পতিত হয় উল্কাটি।

বিরল এ উল্কাপাতের দৃশ্যটি ধরা পরে অনেকের ক্যামেরায়। শুধু টেক্সাস নয়, দেখা গেছে ওকলাহোমা, আরকানসাস ও লুইজিয়ানা অঙ্গরাজ্য থেকেও। ধীর গতিতে বেশ উজ্জ্বল আলোর খণ্ডটি পড়তে থাকে মাটির দিকে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ বিজ্ঞান কেন্দ্র জানায়, উল্কাটি সম্ভবত গ্রাহানুর ছোট একটি খণ্ড। সাধারণ উজ্জ্বলতা ও ভূপৃষ্ঠে পরার গতির ওপর নির্ভর করে এর আকার। রোববারের এই উল্কাখণ্ডটির বিষয়ে বলা হয়, এটি সম্ভবত ৬ ইঞ্চির মত লম্বা। আর ওজন অন্তত ১০ পাউন্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply