রোমান সানার নতুন স্বপ্নের সূচনা টোকিওতে

|

অলিম্পিকের এবারের আসর থেকে বিদায় নিলেও নতুন আশার সঞ্চার করলেন রোমান সানা। ছবি: সংগৃহীত

টোকিও অলিম্পিককে স্বপ্নভঙ্গ নাকি নতুন স্বপ্নের শুরু হিসেবে দেখবেন রোমান সানা, সেটিই এখন প্রশ্ন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, দারুণ এই পারফরমেন্সকে ঘিরে নতুন স্বপ্নই দেখছেন তিনি। অন্তত রোমান সানার কথা শুনে তারই ইঙ্গিত পাওয়া গেল।

জেতার জন্য ১০ করতে হত, কিন্তু করতে পেরেছেন ৮। সামান্য ব্যবধানে হেরে যাওয়াতে যেমন খারাপ লাগছে , ঠিক তেমনিভাবে ভবিষ্যতের জন্য রসদও খুজে পেয়েছেন দেশসেরা এই আর্চার। তার লক্ষ্য ২০২৮ অলিম্পিকে স্বর্ণ জয়, সে অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। এর আগে ২০২৪ অলিম্পিকেও খেলতে চান বলে জানিয়েছেন রোমান সানা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply