যৌনাবেদনের বিপরীতে পোশাকে ইচ্ছের স্বাধীনতা

|

পোশাকে ইচ্ছের স্বাধীনতাকে প্রাধান্য দিলেন জার্মান নারী জিমন্যাস্টিকস দল। ছবি: সংগৃহীত

নারীদের জিমন্যাস্টিকসে পোশাকের ক্ষেত্রে ইচ্ছের স্বাধীনতাকে তুলে ধরলেন জার্মানির নারী জিমন্যাস্টরা। এর পাশাপাশি যৌনাবেদন সৃষ্টি করা পোশাকের বিপক্ষেও বার্তা দিয়েছেন তারা।

অলিম্পিকে নারী জিমন্যাস্টদের পরনে আঁটসাঁট বিকিনিকাট পোশাকই পরিচিত দৃশ্য। তবে বিকিনিকাট পোশাকের বদলে এবার মনোকিনিকাট পোষাক ব্যবহার করেছে জার্মানরা। খেলাধুলায় যৌনাবেদনের বিরোধিতা করতেই জার্মান জিমন্যাস্টিকস ফেডারেশনের এমন বার্তা।

জার্মান দলের সারাহ ভোস, পলিন শেফার, এলিজাবেথ সিজ এবং কিম বুই গত বৃহস্পতিবারও (২২ জুলাই) ইউনিটার্ড বা গলা থেকে পা পর্যন্ত আবৃত পোশাক পরেই অনুশীলনে করেছিলেন। তারপর নিজেরা বসেই সিদ্ধান্ত নেন যে, এই উদ্যোগটা তারা অলিম্পিকের মূল মঞ্চেই নেবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply