যুক্তরাষ্ট্র ও চীনকে টপকে শীর্ষে জাপান

|

সার্ফিংয়ে সোনা জেতা ব্রাজিলিয়ান সার্ফার ইতালো ফেরেইরা। ছবি: সংগৃহীত

চতুর্থ দিনে পদক তালিকার শীর্ষে উঠে গেছে জাপান। দুইয়ে নেমে গেছে যুক্তরাষ্ট্র। আর তিনে অবস্থান চীনের। চতুর্থ দিনে অনেক নতুনের দেখা মিলেছে টোকিও অলিম্পিকে।

এদিকে অলিম্পিকে প্রথম পদক জিতেছে তুর্কমেনিস্তান। ভারোত্তোলনে পোলিনা গুরিয়েভার হাত ধরে আসে রৌপ্য পদক। ৫৯ কেজি ওজন শ্রেণিতে এই পদক পান তিনি।

এছাড়াও অলিম্পিকে প্রথমবারের মত যুক্ত হওয়া সার্ফিংয়ের পুরুষ ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন ব্রাজিলের ইতালো ফেরেইরা। জাপানের কানোয়া ইগারাশিকে বড় ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জেতেন এই সার্ফার।

অলিম্পিকে প্রথম স্বর্ণ আর দ্বিতীয় পদকের দেখা পেয়েছে বারমুডা। সাঁতার, সাইক্লিং ও দৌড় মিলিয়ে হওয়া ট্রায়াথলনে স্বর্ণ জিতেছেন ৩৩ বছর বয়সী ফ্লোরা ডাফি। সময় নিয়েছেন ১ ঘন্টা ৫৫ দশমিক তিন ছয় সেকেন্ড।

ট্রায়াথলনে সোনা জেতা ব্রমুডার ক্রীড়াবিদ ফ্লোরা ডাফি।
ছবি: সংগৃহীত

চতুর্থ দিনে টোকিও অলিম্পিকের বড় অঘটন নাওমি ওসাকার বিদায়। অলিম্পিকের মশাল জ্বালানো তারকা বিদায় নিলেন তৃতীয় রাউন্ডেই। চেক প্রজাতন্ত্রের মারকেতা ভোন্দ্রুসোভার বিপক্ষে সরাসরি সেটে হারেন নাওমি।

ঘরের মঞ্চ থেকেই বিদায় নিলেন নাওমি ওসাকা।
ছবি: সংগৃহীত

এদিকে অলিম্পিকে ১১৩ বছরের পুরোনো স্মৃতি ফিরিয়ে এনেছে গ্রেট ব্রিটেন। ১৯০৮ সালের পর একই ইভেন্টে পদক জিতলো দেশটির দুই সাঁতারু। ২০০ মিটার ফ্রি স্টাইলে দশমিক শূন্য চার সেকেন্ডের ব্যবধানে স্বর্ণ জেতেন টম ডিন আর রৌপ্য জেতেন ডানকান স্কট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply