একটি ধানখেতে পানির মধ্যে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার হুগড়া ইউনিয়নের চক গোপাল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান নিশ্চিত করেছেন।
তোফাজ্জল হোসেন খান জানান, একটি ধানখেতে পানির মধ্যে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) শামীম হোসেন জানান, উদ্ধার করা ওই নারীর বয়স আনুমানিক ২০/২২ বছর হবে। লাশটির চেহারা বিকৃত হয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এছাড়া এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন তিনি।
Leave a reply