জার্মানির রাসায়নিক পার্কে ভয়াবহ বিস্ফোরণ

|

ছবি: সংগৃহীত

ইউরোপের দেশ জার্মানির পশ্চিমাঞ্চলের লেভাকুজেন শহরের একটি রাসায়নিক শিল্প পার্কে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের এই বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। অন্তত চারজন নিখোঁজ ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর আলজাজিরার।

খবরে বলা হয়, জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর লেভারকুজেনে একাধিক রাসায়নিক কারখানা রয়েছে। সেখানে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টার একটু আগে শক্তিশালী বিস্ফোরণে কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। তখন বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ওই এলাকার বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে বাড়ির ভেতর থাকতে বলেছে প্রশাসন। ঘটনাস্থলে দমকল কর্মী এবং হেলিকপ্টার নিয়ে উপস্থিত হয়েছে পুলিশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply