পাওনা টাকার জন্য কামড়ে কান ছিঁড়ে নেয়ার অভিযোগ

|

সুমন দেওয়ান ভুসি কিনতে সিরাজদিখান উপজেলা বাজারে গেলে এই ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঋণের টাকা পরিশোধ না করায় কামড়ে দেনাদারের কান কেটে ফেলার অভিযোগ উঠেছে এক পাওনাদারের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৭ জুলাই) সাড়ে ১১ টার দিকে সিরাজদিখান উপজেলা বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দেনাদার সুমন দেওয়ানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযুক্ত আউয়াল মোল্লা সিরাজদিখান বাজারের গোরুর খাবারের ব্যবসা করেন। একই গ্রামের সুমন দেওয়ান আউয়ালের দোকানে ভুসি কিনতে গেলে আউয়াল সুমনের কাছে ইতোপূর্বের পাওনা ২ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় আউয়াল উত্তেজিত হয়ে কামড় দিয়ে সুমনের কান ছিঁড়ে ফেলে। এসময় সুমনের আর্তচিৎকারে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

এ বিষয়ে একাধিকবার আউয়াল মোল্লার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। আহত ব্যক্তি চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো অভিযোগ হয়নি বলেও জানান তিনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply