মোদির সাথে বৈঠকে বসছেন মমতা ব্যানার্জি

|

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ জয়ের পর প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি।

ভারতীয় গণমাধ্যম বলছে, চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে দুই নেতার। এরইমধ্যে রাজ্যের ঋণ, ভ্যাকসিনের যোগান বৃদ্ধি এবং পেট্রোলের দাম কমানোর বিষয়ে মোদিকে চিঠি দিয়েছেন মমতা। প্রোটোকলে না থাকলেও ধারণা করা হচ্ছে পেগাসাস কাণ্ড বা ফোনে আড়িপাতা সংশ্লিষ্ট বিষয় নিয়ে মোদিকে তোপের মুখে ফেলতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

এছাড়া কৃষক আন্দোলনও উঠতে পারে আলোচনায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হঠাতে বড় বিরোধী জোট গঠনের গুঞ্জনের মধ্যেই হচ্ছে এ বৈঠক।

চলতি বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পায় তৃণমূল কংগ্রেস। শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর সাথে নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার রীতি। তবে নির্বাচন পরবর্তী সহিংসতা এবং করোনার প্রকোপ বাড়ার কারণে তা পিছিয়ে যায়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply