চীনের ওপর অন্যায়-নিপীড়ন চালাচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াং ই

|

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

চীনের ওপর অন্যায়-নিপীড়ন চালাচ্ছে যুক্তরাষ্ট্র। শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শুল্কযুদ্ধ বন্ধের তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এখন দেশটিতে সফর করছেন মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়েন্ডি শেরমান।

সোমবার তিয়ানজিন শহরে হয় দু’দেশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক। এ সময় ওয়াশিংটনের বিরুদ্ধে বিষোদগার করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু মার্কিন কূটনীতিক জানান- সহসা দু’দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। কারণ পণ্যে শুল্কারোপ, মানবাধিকার এবং করোনা মহামারি বিস্তার ইস্যুতে চীনের সাথে টানাপোড়েন শুরু হয় ট্রাম্প প্রশাসনের। যেগুলোর ব্যাপারে অনড় অবস্থানে জো বাইডেন সরকারও।

দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে আনুষ্ঠানিক বিবৃতিতে চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার দেশকে অদৃশ্য শত্রু ভাববার কারণেই যুক্তরাষ্ট্রের এমন আচরণ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply