চলতি বছরই ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করা হবে: বাইডেন

|

ছবি: সংগৃহীত

চলতি বছরই যুদ্ধবিধ্বস্ত ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার হোয়াইট হাউজে ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমির সাথে বৈঠকের সময় এ ঘোষণা দেন বাইডেন।

জঙ্গি সংগঠন- আইএস’কে মোকাবিলায় বর্তমানে ইরাকে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে। যুদ্ধের ময়দান থেকে মার্কিন বহর সরানো হলেও প্রশিক্ষক এবং পরামর্শক হিসেবে থাকবেন কিছুসংখ্যক সেনা।

চলতি বছর আফগানিস্তানের পর ইরাক থেকে সেনাবহর প্রত্যাহারের ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের যুদ্ধের ইতি টানলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০০৩ সালে প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইনকে উৎখাত এবং পরমাণু অস্ত্র ধ্বংসের অজুহাতে ইরাকে আগ্রাসন শুরু করে আন্তর্জাতিক বাহিনী। ২০১১ সালে মার্কিন বহর ইরাক ছাড়লেও তিন বছর পরে আবারও প্রবেশ করে তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply