শেখ হাসিনার বিনামূল্যে করোনা টিকা প্রদান কর্মসূচি পৃথিবীতে একটি বিরল ঘটনা: চিফ হুইপ

|

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে করোনা পরিস্থিতিতে পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় আমরা ভাল আছি। তিনি যেভাবে দেশীয় ব্যবসায়ীদের সহায়তা করেছেন, যেভাবে মানুষকে আর্থিক সাহায্য ,খাদ্য সহায়তা, সুরক্ষা ব্যবস্থা ও টিকা কর্মসূচি হাতে নিয়েছেন। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রীর করোনা ভাইরাসের বিনামুল্যে টিকা প্রদান কর্মসূচি পৃথিবীতে একটি বিরল ঘটনা।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকালে জেলার শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে সহস্রাধিক প্রতিবন্ধী, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন।

চিফ হুইপ আরও বলেন, আপনাদের যে করোনার পরীক্ষা বিনা পয়সায় প্রধানমন্ত্রী করার ব্যবস্থা করে দিয়েছেন। সে টেস্ট করাতে বিভিন্ন দেশে ৩/৪ হাজার টাকা লাগে। টিকা অন্যান্য দেশে টাকা নিয়ে দেয়া হয়। আর আমাদের প্রধানমন্ত্রী ভ্যাকসিন জনগণের জন্য ফ্রি দেয়ার ব্যবস্থা করেছেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply